Sasraya News

West Bengal News : আসানসোলে ম্যারাথন আইকর তল্লাশি

Listen

আসানসোলে ম্যারাথন আইকর তল্লাশি

সাশ্রয় নিউজ ★ আসানসোল : রাজ্যে মারাথন আয়কর তল্লাশি (Income Tax Raid) চালাচ্ছে আধিকারিকরা। সূত্রের খবর, আয়কর ফাঁকি, হিসেব বহির্ভূত প্রভৃতি অভি্যোগের ভিত্তিতে অভিযান বলে জানা যায়। উল্লেখ্য, বিগত দুই দন ধরে আসানসোল শিল্পাঞ্চলে তল্লাশি আয়কর দফতরের। প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতেও ম্যারাথন তল্লাশি। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে টানা ১৮ ঘন্টা অভিযান বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read