



আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ক্রিমিয়ায় ভ্লাদিমির পুতিন
সাশ্রয় নিউজ ★ মস্কো : আন্তর্জাতিক আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করে মস্কো। উল্লেখ্য, ইউক্রেন থেকে বহু শিশু ও মানুষকে বে-আইনিভাবে রাশিয়ার নিয়ে যাওয়ার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিয়া পরিদর্শনে পৌঁছন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশেষভাবে উল্লেখ্য যে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ৯ বছর হল। এই ৯ বছর পূর্তি উপলক্ষ্যে উপদ্বীপটিতে পৌঁছন পুতিন। ক্রিমিয়ায় পুতিনকে অভিবাদন জানান, রাশিয়ার নিযুক্ত গভর্নর সেভাস্তপোল।
-ফাইল চিত্র
