Sasraya News

Monday, March 17, 2025

Virat Kohli : বিশ্বকাপে বিরাটের প্রথম উইকেট নেওয়া নিয়ে কী বললেন ভারতের বোলিং কোচ!

Listen

বিশ্বকাপে বিরাটের প্রথম উইকেট নেওয়া নিয়ে কী বললেন ভারতের বোলিং কোচ!

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ২০২৩ -এ (Icc Men’s ODI World cup 2023, India)  বিরাট কোহলি (Virat Kohli) স্কট এডওয়ার্ডসকে (Scortt Edwards)  আউট করেছিলেন। আগের ম্যাচে নেদারল্যান্ডসের ক্যাপটেনকে (Netherlans Captain) কোহলি কোন দৃষ্টিকোণ থেকে বল করে আউট করেছিলেন, তা স্পষ্ট করেন ভারতের বোলিং কোচ পরশ মাপব্রে (Parsh Mambre)

প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘ ৯ বছর পরে উইকেট পান বিরাট কোহলি। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও (Anuska Sharma) বিরাট উইকেট নিলে মাঠের বাইরে গ্যালারিতে অন্যদের সঙ্গে উচ্ছ্বসিত অনুষ্কাও হয়ত বিশ্বাস করতে পারছিলেন না।

কিন্তু কোন রহস্য বলে বিরাটের এ সাফল্য জানান ভারতের বোলিং কোচ। মাপপ্রে বলেন, ‘‘রোহিতের সঙ্গে কথা বলেছিলাম। কোহলি নতুন বলে ছোট ছোট সুইং করাতে পারে। যেটা পাওয়ার প্লের সময় কার্যকর হতে পারে। কোহলিকে মাঝের ওভারে ব্যবহার করা যেতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেমন করা হয়েছে। নিজের কাজটা এক দম ঠিক ভাবে করেছে। এ বার বোলার কোহলিকে শেষের দিকের ওভারেও ব্যবহার করার কথা ভাবতে পারি আমরা। দেখা যাক কেমন হয়। আমার তো মনে হচ্ছে, ভালই করবে কোহলি। ডানহাতি ব্যাটারদের দারুণ ইয়র্কার দিতে পারে কোহলি। যেটা আমাদের অস্ত্র হতে পারে।’’ এখানেই শেষ নয়। মাপব্রের কথায়, ‘‘উইকেটটা একটা সুন্দর বোঝাপড়ার ফসল। কোহলিকে উইকেট নিতে দেখা দারুণ ব্যাপার। দেখলাম, কোহলি কিছুটা লেগ স্টাম্পের দিকে বল করার পরিকল্পনা করছে। রাহুলকেও বুঝিয়ে দিয়েছিল কোথায় বল ফেলতে চাইছে। দু’জনের দারুণ বোঝাপড়াতেই উইকেটটা পেয়েছে।’’ বেঙ্গালুরুর ম্যাচে (Bengaluru Match) শুধু কোহলিই না। ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) উইকেট নিয়ে নেদারল্যান্ডস ম্যাচের শেষ করেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment