Sasraya News

Virat Kohli : ফের সেরার তালিকায় বিরাট কোহলি

Listen

ফের সেরার তালিকায় বিরাট

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিশ্ব ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ৫ নভেম্বর ইডেন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি তাঁর ৪৯ তম সেঞ্চুরি করে শচীন তেণ্ডুলকারের রেকর্ড ছুঁয়ে দেন। তার পরেই বিশ্ব ক্রিকেটে বিশেষ স্থান করে নেন কিং কোহলি। এই বিশ্বকাপে কোহলি দুরন্ত ফর্মে। এবার বিশ্বের ১০ জন সেরা ক্রীড়াবিদদের তালিকায় স্থান করে নিয়েছেন বিরাট কোহলির। মহম্মদ আলি, লিওনেল মেসিদের নামের পাশে জায়গা করে নিয়েছেন কোহলি। শুধু তা-ই না, এশিয়ার একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব কোহলি পিউবিটি স্পোর্টস-এর পাঁচ নম্বর স্থানে রয়েছেন বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read