Sasraya News

Virat-Anuska : কোহলির জন্মদিন কীভাবে উপভোগ করলেন অনুষ্কা!

Listen

কোহলির জন্মদিন কীভাবে উপভোগ করলেন অনুষ্কা!

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রিয় মানুষটির জন্মদিন অথচ তিনি কলকাতায় নেই। আর ৩৫ তম জন্মদিনেই ইডেনে শচীনকে ছুঁলেন বিরাট। রবিবার বিরাটের জীবনের অন্যতম স্মরণীয় দিন বৈকি! অথচ ওই বিশেষ দিনে ইডেনের গ্যালারিতে ছিলেন না অনুষ্কা। তবে স্বামীর জন্মদিনে শুভেচ্ছায় ভারালেন সমাজ মাধ্যম। অনুষ্কা লেখেন, ‘‘তুমি জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনও না কোনও ভাবে নিজের গর্বের টুপিতে পালক যোগ করে চলেছ। আমি তোমাকে এই জীবনে এবং তার পরেও সীমাহীন ভাবে ভালবাসি। যে কোনও ভাবে, যে কোনও অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালবাসি।’’ উল্লেখ্য, বিরাট ঘরণী দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। তবে বিরুষ্কা এখনই আনুষ্ঠানিকভাবে জানাননি সে খবর।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read