Sasraya News

Saturday, April 5, 2025

Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হাফিজ মঈনুদ্দিনের বিদায় সম্বর্ধনা 

Listen

জয়দেব বেরা : শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) অনুষ্ঠিত হল সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হাফিজ মঈনুদ্দিন-এর দীর্ঘ কর্মজীবনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। ওঁর কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯১ সালে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের দায়িত্ব পান ২০০৫ সালে। তাঁর হাত ধরেই এই বিভাগের পথ চলা শুরু হয়। অধ্যাপক ড. মঈনুদ্দিন সাহেব একজন সুনামধন্য লেখক এবং সমাজতাত্ত্বিক। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তথা সমাজতত্ত্ব বিভাগের সঙ্গে ওঁর রয়েছে নানান স্মৃতির ইতিহাস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে এই মানুষটি বজ্রের মতো কঠিন, আবার কুসুমের মতো কোমল। খুবই দায়িত্বশীল এবং স্পষ্টবাদী বক্তাও। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের  কর্মজীবনে ছিলেন বিভাগের বট বৃক্ষ। যাঁর জ্ঞানের ছায়ায় আশ্রয় পেয়েছে সহস্র ছাত্র-ছাত্রী এবং গবেষক। উল্লেখ্য যে, শুক্রবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। সবাই শ্রদ্ধা ও ভক্তি দিয়েই বিশিষ্ট অধ্যাপকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সবাই তাঁর অবসরে হৃদয়ে ব্যথা অনুভব করেন প্রিয় স্যারকে প্রথাগত নিয়মে বিদায় জানানোর সময়। এই বিদায়লগ্নে অধ্যাপক মঈনুদ্দিন সাহেবের  কর্মজীবনের অনুভূতি এবং অভিজ্ঞতার কথাগুলো সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে খুবই অনুপ্রাণিতও করে তোলে বলেই উল্লেখ। 

আরও পড়ুন : 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment