Sasraya News

Thursday, February 13, 2025

Vidya Balan : স্বামীর সঙ্গে কী এমন হয়েছিল যে কাজই ছেড়ে দিতে চেয়েছিলেন বিদ্যা বালান!

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমায় নিজের জায়গা মজবুত করে রেখেছেন বিদ্যা বালান (Vidya Balan)। সিনেমা ও বিভিন্ন সময়ে সমালোচকদের সামনে এসেছেন একাধিক সময়ে। একনকী ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রী বিদ্যা মিডিয়ার আড়ালে রাখলেও, সমালোচকদের ক্ষুরধার সমালোচনা থেকে রক্ষিত হয়নি তা-ও। বলিউডের পাশাপাশি বাংলা ও ভারতীয় একাধিকভাষার সিনেমায় বিদ্যার কাজ সকলের দৃষ্টিতে গেঁথে যায়।

 

বিয়ের সাজে বিদ্যা বালান…।  ছবি : সংগৃহীত

 

মিডিয়ার আড়ালে ব্যক্তিজীবন রাখতে ভালবাসেন বিদ্যা। তবে তাঁর ও সিদ্ধার্থ রায় কপূর-এর (Vidya Banlan-Siddharth Roy Kapur) বিবাহ ও প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল খুব। অগ্নিসাক্ষী রেখে ১৪ ডিসেম্বর ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন বিদ্যা ও সিদ্ধার্থ। সেই হিসেবে তাঁদের বিবাহ বার্ষিকী (Marriage Anniversary)। 

 

বিদ্যা বালান ও তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কাপুর। ছবি : সংগৃহীত

 

বিদ্যার কথায়, পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন আলাদা। তাই এই দুই জীবনকে একই সঙ্গে মিলিয়ে ফেলে উচিৎ নয়। যাতে সিদ্ধার্থ-এর সঙ্গে মতবিরোধ না হয়, এই জন্য তাঁর সিনেমাতেও অভিনয় করেন না।

 

অভিনেত্রী বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

 

তাঁর ব্যাখ্যা, অন্য পরিচালক বা প্রযোজকদের সঙ্গে যেভাবে নিজের পারিশ্রমিক নিয়ে আলোচনা করা সম্ভব, তা সিদ্ধার্থের সঙ্গে তাঁর পক্ষে সম্ভব না। তা পেশাদারিত্ব ব্যক্তিগত জীবনে বড় হয়ে উঠতে পারে। বিদ্যার এপ্রসঙ্গে স্পষ্ট জানান, ‘সিদ্ধার্থের সঙ্গের যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্ক, আমার মনে হবে ওর সঙ্গে লড়াই করতে পারি। যা বলছি তা নিয়ে জোর করতে পারব।’ এছাড়াও বিদ্যা স্পষ্ট জানান, আর পাঁচটি মানুষের মতই নিজেদের মধ্যে নানা বিষয়ে তর্ক-বিতর্ক হয়ে থাকে। পেশাগত কারণে সেই তর্ক-বিতর্ক যাতে তিক্ততা তৈরি না হয়, সেটাই তিনি চান।

 

যুগলে অভিনেত্রী বিদ্যা বালান ও তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কাপুর। ছবি : সংগৃহীত

 

এই প্রসঙ্গে, একটি সিনেমার নাম সামনে নিয়ে এসেছেন অভিনেত্রী। ‘ঘনচক্কর’ নামে একটি ছবিতে সিদ্ধার্থের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সময় তিনি নাকি কাজও ছাড়তে চেয়েছিলেন। ছবির নির্মাতারা তাঁকে বোঝান, যখন বিদ্যা সেটে থাকবেন ওই সময় সেটে থাকবেন না সিদ্ধার্থ।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Koel Mallick Gives Of A Baby Girl : কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment