Sasraya News

Wednesday, March 19, 2025

USA : মার্কিন সেনার অভিযানে আইএসআইএস শীর্ষ নেতা

Listen

মার্কিন সেনার অভিযানে আইএসআইএস শীর্ষ নেতা 

সাশ্রয় নিউজ ★ দামেস্কা : মার্কিন সেনা অভিযানের নিহত হন একজন আইএসআইএস শীর্ষ নেতা। সোমবার সকালবেলা সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টার অভিযান চালায়। ইউএস সেন্ট্রল কমাণ্ডের একটি বিবৃতি প্রকাশ করে জানান, আব্দ আল হাদি মাহমুদ আল হাজি। ওই বিবৃতিতে ইউএস কমাণ্ড তাঁকে মধ্যপ্রাচ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন। বিবৃতিতে আরও উল্লেখ, ওই অভিযানে আরও দুইজন আইএস সদস্য নিহত হন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment