Sasraya News

Wednesday, March 19, 2025

USA : জো বাইডেনের শরীর থেকে ক্যানসার টিস্যু সরালেন চিকিৎসকরা

Listen

জো বাইডেনের শরীর থেকে ক্যানসার টিস্যু সরালেন চিকিৎসকরা

সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : জো বাইডেনের শরীর থেকে ক্যানসার টিস্যু সরালেন চিকিৎসকরা। একটি বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন-এর ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’ কনর জানান,’১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেন-এর বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে। পরবর্তীতে এ নিয়ে আর কোনও চিকিৎসার প্রয়োজন হবে না। ক্ষতিগ্রস্ত স্থান ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর যে ধরণের ক্যান্সার টিস্যু পাওয়া  গিয়েছে তা সাধারণত ছড়িয়ে পড়ে না।’ গত জানুয়ারি মাসে আমেরিকার ফাস্ট লেডিরও ক্যানসার টিস্যু রিমুভাল সার্জারি হয়। জো বাইডেনের বড় ছেলে ২০১৫ সালে ব্রেন ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হন। অন্যদিকে, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শারীরিক অবস্থার কারণে ৮০ বছর বয়সী জো বাইডেন চিকিৎসকদের নজরদারিতে থাকবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment