



বন্দুকবাজের হামলায় ডালাসে নিহত তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকবাজের হামলায় ডালাসে নিহত তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার। আমেরিকার ডালাসে গত শনিবার বন্দুকবাজের হামলা করেন। ওই হামলায় নিহত হন ৯জন। তাঁদের মধ্যে একজন ভারতীয়। ঐশ্বর্য তাথিকোন্ডা (২৭) নামে মার্কিন মুলুকে কর্মরত তেলেঙ্গানার বাসিন্দা অকালে প্রাণ হারান। তিনি টেক্সাসে একটি কোম্পানির প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরতা ছিলেন। ডালাসে একটি পার্টি চলাকালীন আচমকা একজন বন্দুকবাজ হামলা চালায়। মোট নয়জন প্রাণ হারান। তাঁদের ভেতর ছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার ঐশ্বর্যা তাথিকোন্ডাও।
