



রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ত্রিপুরায় আগমন দিবস উপলক্ষে অনুষ্ঠান
সাশ্রয় নিউজ, ত্রিপুরা, রাজেশ চন্দ্র দেবনাথ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ত্রিপুরায় আগমন দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি আগরতলা। আগামী ২৭ মার্চ বিকাল ৪ টায় নজরুল কলাক্ষেত্র চত্বরে নেকোল সভাগৃহে, নেকোল সাহিত্য আকাদেমির সহযোগিতায় বাংলা একাডেমি আগরতলা কর্তৃক এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তৃতা ও পুরস্কার প্রদানের পাশাপাশি কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
বাংলা আকাদেমি আগরতলা সভাপতি ড. ভাস্কর রায় বর্মণ ও সম্পাদক ড. রবীন্দ্র কুমার দত্ত জানান এই বছর লোকসংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য ও অধ্যাপক ড. নির্মল দাশকে যথাক্রমে ‘মহারাজা বীরচন্দ্র মাণিক্য সাহিত্য পুরস্কার – ২০২৫’ এবং ‘অনঙ্গমোহিনী দেবী সাহিত্য পুরস্কার – ২০২৫’ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মাননীয় অতিথির আসন অলংকৃত করবেন যথাক্রমে শ্রী সঞ্জীব দেব (সম্পাদক, নর্থইস্ট কালার্স), ড. অমলেন্দু ভট্টাচার্য (অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লোকসংস্কৃতিবিদ), ড. নির্মল দাশ (অবসরপ্রাপ্ত অধ্যাপক, লোকসংস্কৃতিবিদ ও ডিরেক্টর নেকোল) এবং অধ্যাপক শ্রী শ্যামানন্দ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা আকাদেমির আগরতলার সহ-সভাপতি অধ্যাপক যোগেশ চন্দ্র দেবনাথ।
http://TRIPURA LITERATURE HISTORY: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ত্রিপুরায় আগমন দিবস উপলক্ষে অনুষ্ঠান
