Sasraya News

Thursday, April 3, 2025

Tripura : ১০ টাকার বিনিময়ে হাসপাতালে মিলবে খাবার

Listen

রাজেশ চন্দ্র দেবনাথআগরতলা, ত্রিপুরা : এবার মাত্র ১০ টাকার বিনিময়ে মিলবে দুপুরের খাবার। ত্রিপুরা রাজ্যের প্রধান হাসপাতাল জিবিপি তে রোগী পরিবারদের দুপুরের খাবারের সংস্থান করার লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘রোটারি অন্ন যোজনা’। 

এখন থেকে এই ক্যান্টিনে শুধুমাত্র ১০ টাকার বিনিময়ে মিলবে দুপুরের খাবার। ফলে রোগীর পরিবারদের দুপুরের মধ্যাহ্নভোজনে অনেক সুবিধা হবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা সোমবার  এই উদ্যোগটির সূচনা পর্বে উপস্থিত থেকে সকলকে অভিনন্দন জানান। রাজ্যের সকল অংশের জনগন এই উদ্যোগের বিপুল প্রশংসা করেন।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আরও পড়ুন : Bangla Academy Award : বাংলা আকাদেমির সাহিত্য পুরস্কার প্রদান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment