



অভিষেকেই হেড ম্যাজিক
সাশ্রয় নিউজ ★ ধরমশালা : অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ট্রাভিস হেড থাকলেও দলের সঙ্গে ভারতে আসতে পারেননি। ওই সময় হেডকে হাতে ইঞ্জুরি নিয়ে দেশেই বসে থাকতে হয়ে। একজন সর্বক্ষণের ক্রিকেটারের যে কোনও ম্যাচের আগেই বসে থাকা কষ্টের। আর তা বিশ্বকাপে মতো আসর হলে কেমন হতে পারে তা ক্রীড়া অন্তঃপ্রাণরা জানেন! ভারতে বিশ্বকাপ প্রায় যখন মধ্যগগনে তখন দলের সঙ্গে যোগ দেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ততদিনে খেলে ফেলেছে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। আর ষষ্ঠ ম্যাচে অজি দলের নির্ভরশীল ব্যাটার ট্রাভিস হেড-এর বিশ্বকাপ অভিযান ও অভিষেক ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮৮ রান করে অজি দল। সেই ম্যাচে একদিনের বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। তাঁর ৫৯ বসে সেঞ্চুরিটি অস্ট্রেলিয়া দলকে বড় স্কোর করতে বিশেষভাবে মনোবল যোগাল।
ছবি : সংগৃহীত
