Sasraya News

Tuesday, March 18, 2025

Train accident in Bangladesh : বাংলাদেশে রেল দুর্ঘটনা, হত ১৭

Listen

বাংলাদেশে রেল দুর্ঘটনা, হত ১৭

সাশ্রয় নিউজ ★ ঢাকা : যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মাল গাড়ির সংঘর্ষ বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরবগঞ্জে। স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশ সময় বিকেল প্রায় চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রেনের অনেকগুলি বগী উলটে যায়। বিশেষ সূত্রে খবর, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকের যাচ্ছিল। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১৭ জনের দেহ উদ্ধার করে বলে প্রাথমিকভাবে উল্লেখ। তবে উদ্ধারকারীদের কথায়, দূর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগীর নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা করা হয়। আহত অন্তত শতাধিক বলে উল্লেখ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে শেষ খবর পাওয়া পর্যন্ত খবর। প্রশাসন সূত্রে খবর, কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment