Sasraya News

Wednesday, March 19, 2025

TikTok : টিকটকের নেশায় শিক্ষকতা ছাড়লেন শিক্ষিকা

Listen

টিকটকের নেশায় শিক্ষকতা ছাড়লেন শিক্ষিকা

সাশ্রয় নিউজ ★ বেজিং : টিকটকের নেশায় শিক্ষকতা ছাড়লেন শিক্ষিকা। না এদেশে নয়। চীনে। চিনের এক শিক্ষিকা শিক্ষকতার পেশা থেকে অব্যহতি নেন। তাঁর যুক্তি গত দশ বছরে শিক্ষকতা করে তিনি যা আয় করেছেন, তার দশগুণ বেশি আয় করে মাত্র একটি ভিডিও থেকেই। চিনের হুবের প্রদেশের ওই শিক্ষিকার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে তিনি শিক্ষার্থীদের ছড়া শেখান। ছড়া শখানোর ওই ভিডিওই জীবনের মোড় বদল করে দেয়। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলে  শিক্ষকতা করতেন বলে জানা  যায়। আরও জানা যায়, তাঁর ফলোয়ার ৪.৩ মিলিয়নেরও অধিক। ওই শিক্ষিকার একটি ভিডিও ১০ কোটি ভিউ পায়।  তাঁর কথায়, ‘‌একদিন লাইভ স্ট্রিম করে ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় করেছি। সবাইকে ধন্যবাদ।’‌ ওই শিক্ষিকা চাকরি থেকেও অব্যাহতি নেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment