Sasraya News

Sunday, March 16, 2025

Thomas Muller : সেমিফাইনালের আগে জার্মান ফুটবলার থমাস মুলারের বার্তা কোহলিদের

Listen

সেমিফাইনালের আগে জার্মান ফুটবলার থমাস মুলারের বার্তা কোহলিদের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওয়াংখেড়েতে (Wankhede) সেমিফাইনালের আগে জার্মানি (Germany) থেকে শুভেচ্ছা থমাস মুলারের (Thomas Muller)। জার্মান ফুটবল (Foothball Star) তারকা সোশাল মিডিয়া এক্স হ্যাণ্ডেলে ভারতের জার্সি পরে এক ভিডিও বার্তায় বিরাট কোহলি (Virat Kohli) উদ্দেশ্যে বলেন, ‘এই দেখ বিরাট কোহলি। শার্টটির জন্য অনেক ধন্যবাদ। বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা।’ প্রসঙ্গত উল্লেখ্য, এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মুলার। সেখানে দেখা যায়, একটি বাক্স থেকে ভারতীয় দলের জার্সি বের করে পরছেন জার্মান ফুটবল তারকা। এবং থমাস মুলারের (Thomas Muler) পোস্টটি থেকেই স্পষ্ট যে জার্সিটি তাঁকে উপহার পাঠান বিরাট কোহলি (Virat Kohli) এর আগেও ২০১৯-এর বিশ্বকাপের সময় তৎকালীন ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন জার্মান ফুটবল তারকা।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment