Sasraya News

Tuesday, February 11, 2025

Swasthya Bhawan Abhijan : স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জুনিয়র ডাক্তারদের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযান (Swasthya Bhawan Abhijan) করেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে দেশের শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য ‘ডেড লাইন’ বেঁধে দিয়েছেন। তবে তাঁরা তাঁদের পাঁচ দফা দাবিতে অনড়। তাঁদের পাঁচ দফা দাবি হল, ১. ‘তিলোত্তমা’ ধর্ষণ ও খুনে দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

২. তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা।
৩. কলকাতা পুলিশের কমিশনার নিনীত গোয়েলের ইস্তফা।
৪. মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা
৫. মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া।
উপরে উল্লেখিত দাবি নিয়ে এদিন স্বাস্থ্যভবন অভিযান করেন জুনিয়রডাক্তাররা। তাঁদের মিছিল থেকে দাবি ওঠে হেলথ সেক্রেটারি ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিও ওঠে বলে উল্লেখ। এক জুনিয়র ডাক্তারের কথায়, “আমরা এর আগেও লালবাজার অভিযান করেছিলাম। সিপির পদত্যাগের দাবি করেছিলাম। কিন্তু তিনি এখনও বহাল। এখন আমাদের পাঁচটা দাবি মানতে হবে। নাহলে এই লড়াই চলবে।”

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : RG Kar Protest : পাঁচ দফা দাবীতে অনড় জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment