Sasraya News

Swara Bhaskar-Fahad Ahmed Wedding : রীতি মেনে বিয়ে স্বরা ও ফাহাদের, বিদায়ের দিন কেঁদে ফেললেন স্বরা

Listen

রীতি মেনে বিয়ে স্বরা ও ফাহাদের, বিদায়ের দিন কেঁদে ফেললেন স্বরা। কী বলেন স্বরার বাবা? 

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : হোলি উৎসবের পর থেকেই শুরু হয়ে যায় স্বরা ও ফাহাদের রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা।

 

রেজিস্ট্রেশন পর্ব 

দিল্লিতে বসে বিয়ের অনুষ্ঠান। তাঁদের গায়ে হলুদের দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলি খেলেন যুগল। যেহেতু ইন্টারকাস্ট ম্যারেজ, বিয়ের আনুষ্ঠানিকতাতেও দৃষ্টিনন্দন সম্পৃতির মিশেল।

রেজিষ্ট্রেশনের পরে

 

তাঁদের বিয়েকে সম্পৃতির মেলবন্ধন হিসেবেই দেখছেন নেটাগরিকরা।

পরিবার

 

সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ ও অভিনেত্রী স্বরা ভাস্কর গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ খাতায় কলমে সরকারি মতে বিয়ে করেন।

প্রতীক্ষার দিনগুলি যখন গভীর আনন্দের ও সুখের হয়ে আসে

 

তারপর থেকেই অনুরাগীদের মধ্যিখানে তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। অন্যদিকে নবদম্পতি তাঁদের বিয়ে পরবর্তী ছবি সমাজমাধ্যমে শেয়ার করে তাঁদের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে থাকেন। 

রেজিষ্ট্রেশন অফিসে

 

রীতিমেনে স্বরা ও ফাহাদ-এর বিয়ের আসর বসে দিল্লিতে, তা আগেই উল্লেখ। তাঁদের আনুমানিক বিয়েতে গায়ে হলুদ থেকে মেহেন্দি, লেহেঙ্গা, কিছুই বাদ যায়নি।

রেজিষ্ট্রেশনের পরে দু’জনে 

 

এমনকী গায়ে হলুদের দিন দম্পতি পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে হোলিও খেলেন।

গায়ে হলুদ

 

জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে স্বরা ও ফাহাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের পাশাপাশি বেশ তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ।

একান্তে। সুন্দর মুহূর্তটি

 

বিয়ের দিন স্বরার পিতৃগৃহ থেকে বিদায়ের মুহূর্তের একটা ভিডিও সামাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন স্বরার বাবা প্রাক্তন সেনাকর্তা উদয় ভাস্কর। তিনি কন্যার বিদায় মুহূর্তের ভিডিও পোস্ট করে লেখেন, ‘এক অদ্ভূত মর্মস্পর্শী মুহূর্ত। একজন রুক্ষমানুষের জন্যও এটা একটা আবেগপ্রবণ সময়।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read