Sasraya News

Sunday, March 16, 2025

Suri : অটোটে গাছ পড়ে প্রাণ হারালেন প্রৌঢ়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ সিউড়ি : প্রাকৃতিক দূর্যোগ চলছে রাজ্যে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রতিটি জেলাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের খবর। শনিবার নিজের ব্যবসার কাজে বেরিয়েছিলেন সিউড়ির (Suri) বাসিন্দা এক প্রৌঢ়। তিনি একটি অটোর যাত্রী ছিলেন। সেই অটোর ওপর গাছ পড়ে। প্রাণ হারান ওই ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালবেলা আনুমানিক সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সিউড়ির মাদ্রাসাপল্লীর সন্নিকটে। গুরুতর আহত হন অটো চালকও। উজ্জ্বল মাহারা নামে ওই অটো চালক সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃত ব্যবসায়ীর নাম ননী গোপাল ব্যাপারী (৫২)। সিউড়িরই সৎসঙ্গ কলোনীর বাসিন্দা। তিনি অটোতে করে ব্যবসার কাজে বেরোন। কিন্তু হঠাৎই তাঁদের অটোতে একটি গাছ পড়ে। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ননীগোপাল বাবুকে মৃত বলে ঘোষণা করেন বলে উল্লেখ। স্থানীয় এক বাসিন্দা মাসাদুল হকের কথায়, ইলামবাজার যাওয়ার পথে একটি অটোর উপর বড় গাছ ভেঙে পড়ে। অটোতে চালক ও একজন যাত্রী ছিলেন। আমরা দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা যাত্রীকে মৃত বলে জানায়। অটো চালকের চিকিৎসা চলছে। দু’জনের পরিবারকেই খবর দেওয়া হয়েছে।” অকস্মাৎ ওই ঘটনার পরে হতচকিত এলাকার মানুষজন।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Raniganj : পরিত্যক্ত বাড়ি ভেঙে হত ২

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment