Sasraya News

Monday, March 17, 2025

Sukanya Mondal : দিল্লি হাইকোর্ট জামিন দিল সুকন্যাকে, ইডির মামলায় জামিন অনুব্রত-কন্যার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) জামিন দিল আদালত। সোমবার ইডির করা গরুপাচার মামলায় সুকন্যার জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। মঙ্গলবারই সুকন্যা মণ্ডল তিহার জেল (Tihar Jail) থেকে বেরুতে পারেন বলে উল্লেখ। অন্যদিকে একই মামলাতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তিহার জেলে বন্দী। অনুব্রতর সম্পত্তির বেশির ভাগ অংশই সুকন্যার নামে বলে উল্লেখ ইডি সুত্রে। ২৬ এপ্রিল ২০২৩ সালে গ্রেফতার হন সুকন্যা। সেই থেকে তিনি তিহাড় জেলে বন্দী। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Swasthya Bhawan Abhijan : স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জুনিয়র ডাক্তারদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment