



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের SSC অফিস অভিযান কেন্দ্র করে উত্তপ্ত সল্টলেক (SSC Job seekers agitation)। এদিন আপারপ্রাইমারারী চাকরিপ্রার্থীদের (Upper primary job seekers) ওপর পুলিশী ধরপাকড়ের অভিযোগ ওঠে। সোমবার সল্টলেক মেট্রো স্টেশন থেকে তাঁরা মিছিল শুরু করেন। তারপরেই নেমে আসা পুলিশের বাধা। সূত্রের খবর, মিছিল শুরু হতেই চাকরিপ্রার্থীদের বাসে তুলে দেওয়া হয় বলে উল্লেখ। এদিন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কনিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রাস্তায়। চাকরিপ্রার্থীদের দাবী, ২০১৬ সালে তাঁরা TET পাশ করেন। হাই কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সরকার তাঁদের চাকরি সংক্রান্ত ব্যাপারে উদাসীন থাকেন। এহেন ক্ষেত্রে, দুর্গাপুজোর আগে চাকরিপ্রার্থীরা পথে। সোমবার আচার্য সদনের বাইরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত TET উত্তীর্ণরা এদিন এসএসসি অফিস অভিযানের জন্য একত্রিত হন। সেখান থেকে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশী ধরপাকড়ের অভিযোগ। চাকরির দাবীতে পথে নেমে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। কেউ কেউ বলেন, পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে আজ আমরা পথে! এর থেকে লজ্জার আর কী হতে পারে!
ছবি : সংগৃহীত
