Sasraya News

Wednesday, June 18, 2025

SSC : শনিবার চাকরিপ্রার্থীরা ধর্নায় বসছেন না 

Listen

শনিবার চাকরিপ্রার্থীরা ধর্নায় বসছেন না 

সাশ্রয় নিউজ : আগামীকাল শনিবার ধর্নায় বসছেন না এস এস সি চাকরি প্রার্থীরা। কলকাতায় গান্ধিমূর্তির কাছে চাকরি প্রার্থীদের আন্দোলন এখনও অব্যাহত। উৎসব গেল। উৎসবে তাঁদের আন্দোলনে ভাটা পড়েনি। জানা যাচ্ছে, আগামীকাল শহরে পুজো কার্নিভাল থাকার কারণে পুলিশের তরফে তাঁদের একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, শনিবার তাঁরা যেন আন্দোলনে না বসেন। উল্লেখ্য, চাকরি প্রার্থীদের আন্দোলন স্থানের খুব কাছেই হবে পুজো কার্নিভাল। পুলিশের চিঠিকে সম্মান দেখিছেন ওঁরা। শনিবার চাকরি প্রার্থীরা ধর্নায় বসছেন না বলে জানা গেছে! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment