Sasraya News

Monday, March 17, 2025

Sri Lanka : পুরো ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিল শ্রীলঙ্কা সরকার

Listen

পুরো ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিল শ্রীলঙ্কা সরকার

সাশ্রয় নিউজ ★ কলম্বো : পুরো ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিল শ্রীলঙ্কা সরকার। ওয়াংখেড়েতে ভারতের কাছে ৩০২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা। সেই হার হজম করা এত দ্রুতই যে সম্ভব না, তার প্রমাণ মিলল শ্রীলঙ্কান সরকারের পদক্ষেপে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকলকে বরখাস্ত করে নতুন সাত সদস্যের কমিটি গড়েছে শ্রীলঙ্কা সরকার। ভারতের কাছে হারের পরে শনিবার কলম্বোয় দেশের ক্রীড়াপ্রেমীরা বিক্ষোভ দেখান বলে সূত্রের খবর। উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর পূর্বেই দেশটির ক্রিকেট বোর্ডের ওপর দুর্নীতির অভিযোগ ওঠে বলে উল্লেখ। ভারতের কাছে ওয়াংখেড়েতে পরাজিত হওয়ার পরে দেশটির ক্রীড়া মন্ত্রী রোশন রনসিংহ বোর্ডের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন, ‘ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। দেশের সঙ্গে সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। ওঁদের উচিৎ পদত্যাগ করা। শ্রীলঙ্কাবাসীর কাছে ওঁদের ক্ষমা চাওয় উচিৎ।’ এর পরই পুরো বোর্ডের ওপর কড়া সিদ্ধান্ত নেয় দেশটির ক্রীড়া মন্ত্রক। সূত্রের খবর, নতুন কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন একজন বোর্ডভসভাপতি, সহ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং প্রাক্তন ক্রিকেটার অর্জুনা রণতুঙ্গেকে ক্রীড়া মন্ত্রক বোর্ডের অন্তর্বতী অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয় বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment