



ত্বকের যত্নে টক দই
বর্তমান বিজ্ঞাপন নির্ভর দ্রুতগামী সময়ে পুরুষ কিংবা নারী উভয়েই নিজের ত্বকের লাবণ্য রাখতে বহু বানিজ্যিক প্রোডাক্ট ব্যবহার করেন্ন। এতে অনেক সময়ই বিজ্ঞাপনিক চমকের কাছে বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান না। উপদ্রবটা এখান থেকেই শুরু হয়। আধুনিক সময় বলে না মানুষের মন সবসময়ই চমকের দিকে ধাবমান এবং চঞ্চল। এর ফলে কী হয়, একের পর এক বিজ্ঞাপনের চমকের দিকে মনও বেশি দৌঁড়য়। এক্সপার্ট ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘরোয়া উপায়ে বেশ কিছু সমস্যা দূর করা যায়। যেমন চোখের নিচে ডার্ক সার্কল, ত্বকের সংক্রমণ, শুষ্ক ত্বকের সমস্যা ইত্যাদি। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে টক দই ত্বকের জন্য ভীষণ উপাদেয়।
ডার্ক সার্কল
ডার্ক সার্কলের জন্য টক দই জুড়িমেলাভার। ভালো করে হাতের আঙুল পরিষ্কার করে নিয়ে চোখের নিচে খুব ধীরে লাগাতে হবে। ডার্ক সার্কলের জন্য প্রতিদিন ১-২ বার টক দই লাগালে উপকার পাওয়া যাবে।
১৫-২০ মিনিট লাগিয়ে রেখে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড চোখের নিচে ডার্ক সার্কল নির্মূল করতে খুব দ্রুত কাজ করে।
ত্বকের সংক্রমণ
শরীরে প্রোবায়োটিকের ঘাটতির জন্য ত্বকের সংক্রমণ দেখা দিতে পারে।
এক্ষেত্রে টক দই ক্রিমের মতন করে লাগালে উপকার পাওয়া যাবে। ২০-৩০ মিনিট টক দই লাগিয়ে রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিলে উপকার মিলবে।
ড্রাই স্কিন
শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন-এ দই খুব উপকারী। দইয়ে প্রচুর ময়েশ্চার। টক দই ত্বক নরম ও উজ্জ্বল করে। ক্রিমের মতন করে হাতে, পা’য়ে মুখে টক দই নিয়মিত মাখলে ড্রাই স্কিন বা শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে। আবার ত্বকও জেল্লাদার হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
