



আগামীকাল শীতলষষ্ঠী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সরস্বতী পুজোয় মগ্ন রাজ্যবাসী। সারাদিন মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। সকাল থেকেই স্কুল, কলেজ, ও সার্বজনীন মণ্ডপে অঞ্জলি দিতে মগ্ন ছিলেন বাঙালি। আনন্দ উচ্ছ্বাস আর লাল হলুদ পোশাকে তরুণ তরুণীদের ঢল ছিল রাস্তায়। আগামীকাল শীতলষষ্ঠী। শীতলষষ্ঠীতে বাঙালি মায়েরা ব্রত করেন সন্তানের মঙ্গল কামনায়। উনুন জ্বালা হয় না। আগের দিন রাতে গোটা সেদ্ধ রান্না করে রাখেন। তা-ই খাওয়া হয় পরের দিন। আসলে ওইদিন নিয়ম, ঠাণ্ডা খাবার খাওয়া।
