



সাশ্রয় নিউজ ডেস্ক ★ শ্রীরামপুর : কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোট চলছে, এমন সময় কল্যাণ ভোট কেন্দ্রে ঢুকতে গেলেই বিপত্তি। সূত্রের খবর যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আটকান তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। তিনি ওই জওয়ানকে হিন্দিতে যা বলেন, ‘আরে পুছকে আইয়ে… আমি কল্যাণ ব্যানার্জী…।’ তিনি আরও বলেন, ‘আরে আমি প্রার্থী।’ ছবি : সংগৃহীত
আরও খবর : Serampore LokSabha : ভোট দিলেন বাম-কংগ্রেস প্রার্থী দীপ্সিতা ধর
