Sasraya News

Tuesday, March 18, 2025

Sensex : রেকর্ড ছুঁল সেনসেক্স

Listen

রেকর্ড ছুঁঁল সেনসেক্স 

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স। আমেরিকার মুদ্রাস্ফীতির প্রভাব ভারতীয় বাজারে। সূত্রের খবর, আমেরিকার মুদ্রাস্ফীতি কমতেই ব্যাপকভাবে প্রভাব পড়ে ভারতীয় মার্কেটে। সুতরাং স্বস্তির শ্বাস বিনিয়োগকারীদের। ৬৬,০০০ পেরতেই স্বস্তির চিহ্ন ভারতীয় মার্কেটে। যেহেতু মার্কেট উঁচুতে, সেক্ষেত্রে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারেন বিনিয়োগকারীরা।দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারীদের জন্য তা খুব একটা ভালো হবে না বলেই মত মার্কেট বিশেষজ্ঞদের।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment