Sasraya News

Wednesday, April 23, 2025

Saumitra Khan : সৌমিত্র খাঁ-এর পাল্টা খোঁচা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) শুক্রবার সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার সংসদে সৌমিত্র খাঁ বলেন, “অভিষেককে বলছি, আপনি আয়নার সামনে দাঁড়ান। দেখুন। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে জবাব দিতে হবে।” একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের যে সব ফান্ড রাজ্যের কাছে পাঠানো হয় সেইসব ফান্ডেরও তদন্ত হওয়া উচিৎ। তিনি এ-ও বলেন, ‘বাংলায় দুর্নীতি হচ্ছে। তার খোঁজ নেওয়ার কেউ নেই’। বিষ্ণুপুরের সাংসদ লোকসভায় দাবী করেন, পাঁচ হাজার থেকে দশ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গে। এমনকী বিরোধী দলনেতাও ওপরেও হামলার ঘটনা ঘটে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন সৌমিত্র খাঁ-এর মন্তব্যের প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, “হারতে হারতে কোনও রকমে জিতেছেন। তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? যিনি ৭ লক্ষ ২০ হাজার ভোটে জিতেছেন! সৌমিত্র খাঁ সতর্ক থাকুন। নিজের দিকে তাকিয়ে দেখুন।”

প্রসঙ্গত, সম্প্রতি সংসদে সৌমিত্র খাঁকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁচা দেন। তিনি বলেন, ‘মাননীয় সাংসদ তাঁর স্ত্রী’কে বঞ্চিত করেছেন’…। তাঁর মন্তব্য বিরোধী রাজনৈতিক মহলে সমালোচিত হয়।

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Nita Ambai : IOC সদস্য নির্বাচিত হয়েছেন নীতা আম্বানি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment