



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আট বছরের সাজা নেপালের ক্রিকেটারের (Sandeep Lamchhane Jailed) নাবালিকাকে ধর্ষণের দায়ে নেপালের একটি কোর্ট সন্দীপ লামিছানেকে (Sandeep Lamchhane Jailed) আট বছরের কারাবাস ও আর্থিক জরিমানা করে বলে উল্লেখ। ২০২৩ সালের নেপাল পটন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। প্রসঙ্গত, নেপাল জাতীয় দলের (Nepal National Cricket Team) পাশাপাশি সন্দীপ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলও খেলেছেন।
