Sasraya News

Monday, March 17, 2025

Rohit Shrma : ‘দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে’ : রোহিত

Listen

‘দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে’ : রোহিত

Rohit Sharma, Icc Men’s ODI World Cup 2023 India, Team India, Rohit Sharma, Virat Kohli, India vs South Africa Match, Eden Gardens : সাশ্রয় নিউজ ★ কলকাতা : শুক্রবার শহরে এল ভারতীয় দল। কলকাতা বিমান বন্দরে নেমে রোহিত বলেন, “দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে। আমরাও ভাল খেলছি। তাই ওই ম্যাচটা সমর্থকদের জন্যে দারুণ একটা লড়াই হতে চলেছে। আমার বিশ্বাস কলকাতার সমর্থকেরা খুব ভাল একটা ম্যাচ দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন।” আত্মবিশ্বাস ঝরে পড়ছে ভারতীয় দলের ক্যাপ্টেনের। তাঁর এই আত্মবিশ্বাস দেখে খুশি ভারতীয় দলের সমর্থকেরাও।মুম্বাই বিমান বন্দর থেকে কলকাতার ফ্লাইট ধরার জন্য টিম ইন্ডিয়া পৌঁছতেই সমর্থকদের ভেতর একজন জিজ্ঞেস করেন, ‘এবারের বিশ্বকাপ আমাদের তো?’ ব্লু’জ ক্যাপ্টেন বলেন, ‘এখনও সময় আছে’। সময় তো আছেই, সামনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইডেনে যুদ্ধ। সাত ম্যাচে সাতটা জয় এনে দিয়েছেন শামী-রোহিতরা। সকলের প্রশ্ন, এবার আটে আট হবে তো! তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। কিন্তু ভারত এখন পর্যন্ত যে দলগত স্প্রিট নিয়ে ক্রিকেট খেলছে, বিশ্বের যে কোনও দলকেই শুভমন – কোহলিদের এই দলটি হারাতে সক্ষম।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment