Sasraya News

Sunday, March 16, 2025

RG Kar rape-murder Case : পেরিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন, কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের পেরিয়ে গেল। কাজে যোগ দিলেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বরং এদিন তাঁদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে মহানগরী সরগরম থাকল। ঝাঁটা হাতে, প্রতীকী মস্তিষ্ক নিয়ে মিছিলে অংশ নেন তাঁরা। এদিন স্বাস্থ্য ভবনের বাইরে পাঁচ দফা দাবি সামনে রেখে জুনিয়র ডাক্তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। আন্দোলন মঞ্চ থেকে তাঁদের স্পষ্ট বক্তব্য যে, ‘কোনওরকম থ্রেটের মাধ্যমে আমাদের আন্দোলনকে দমন করা যায়নি। সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও অ্যাকশন নেওয়া হয়নি। যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের কেন সাসপেন্ড করা হয়েছে তা বলা হয়নি। সে কারণেই স্বাস্থ্য কর্তাদের পদত্যাগের দাবি করছি।’ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রসঙ্গে বলেন, ‘১ মাস তো হয়ে গেল। আজ ৯ তারিখ। এক মাস এক দিন। ৩১-এ মাস গিয়েছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় চিকিৎসক, জুনিয়র চিকিৎসক ও রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে। অভয়ার মা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, ‘দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন। তাঁরা তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন। তাঁরা যদি ফিরতে পারেন তাহলে আমার কিছুই বলার নেই।’ এ বিষয়ে এক আন্দোলনকারী সংবাদমাধ্যমে জানান, ঘটনার ৩২ দিন। অথচ মেলেনি বিচার। তিনি বলেন, ‘৩২ দিন হয়ে গিয়েছে। আজও বিচার পাওয়া যায়নি। আমাদের কোনও দাবি মানা হচ্ছে না। শুধু কোনওভাবে আমাদের ডিউটি প্রবেশ করিয়ে হাত তুলে নিতে চাইছে। উৎসব করতে বলছে। কিন্তু ওটা দিয়ে হবে না। এখন গোটা বাংলা, দেশ, গোটা বিশ্ব জেগে উঠেছে। সেই আগুন নেভানো যাবে না। উৎসবে যাঁরা ফিরতে চায় ফিরুক। কিন্তু আমাদের মধ্যে সেই মনোভাব কারও রয়েছে বলে মনে হয় না।’ অন্যদিকে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ডেডলাইন পেরিয়ে গিয়েছে ১০ সেপ্টেম্বর, বিকেল ৫ টাতে। আন্দোলনে অনড় চিকিৎসকরা। এরপর রাজ্য সরকার কী জুনিয়র ডাক্তারদের ওপর আইনের খাড়া নামাবে! কোন দিকে মোড় নেবে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্দোলন! সেই দিকে চোখ রাজ্যবাসীর দাবি ওয়াকিবহাল মহলের।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sukanya Mondal : দিল্লি হাইকোর্ট জামিন দিল সুকন্যাকে, ইডির মামলায় জামিন অনুব্রত-কন্যার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment