



ফাল্গুনী চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, শিলং : আর জি কর কাণ্ডের প্রতিবাদের (RG Kar Protest) ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে। দেশের বিভিন্ন হাসপাতাল আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন ডিউটি চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের অধ্যক্ষ ইস্তফা দিয়েছেন। আরজি কর কাণ্ডে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে আন্দোলনকারীরা ও নির্যাতিতার পরিবার।

১৪ আগষ্ট, স্বাধীনতা দিবসের রাতে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলা, গঞ্জে মহিলারা পথে নেমে রাত দখল নেন। স্লোগান তোলেন ‘We want Justice’। এবার সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল মেঘালয়ের শিলংয়ের চিকিৎসদের ভেতর। নেগ্রিমস (NEIGRIMS Medical College and Hospital) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এককাট্টা হয়ে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা আর জি কর-এর ঘটনার প্রতিবাদ করছেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : Stree 2 Movie : মুক্তির দিনই ‘স্ত্রী ২’ এর ব্যবসা ৬০ কোটি
