Sasraya News

Thursday, February 13, 2025

RG Kar Medical College and Hospital : ঐতিহ্যের সাক্ষ বহন করে আরজি কর হাসপাতাল

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : বিগত বেশ ক’য়েকদিন ধরেই প্রচার মাধ্যমের যাবতীয় আলো শুষে নিয়ে খবরে ভেসে আছে আরজি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital)। কিন্তু কে ছিলেন এই আরজি কর? কীভাবেই বা শুরু হয়েছিল সুপ্রাচীন এই মেডিকেল কলেজ?

 

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। -সংগৃহীত ছবি

 

ইতিহাস খনন করলে আমরা দেখতে পাই, ১৮৮৬ সালে ডাঃ রাধাগোবিন্দ কর (Dr. Radha Gabinda Kar) এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটিই ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। অত্যন্ত দূরদর্শী এবং জনহিতৈষী ছিলেন এই রাধাগোবিন্দ কর। তিনিই প্রথম অনুভব করেছিলেন যে প্রচলিত ঔপনিবেশিক শাসনামলে ভারতীয়দের জন্য আন্তরিক ভাবে কিছু একটা করা দরকার। যাতে  অন্তত পক্ষে তাঁরা যেন সুষ্ঠুভাবে কম খরচে সুচিকিৎসা পান। ডাঃ রাধাগোবিন্দ কর স্নাতক ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং ১৮৫৬ সালে মেডিকেল ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। তাঁর মাথায় তখন নতুন মেডিকেল স্কুল প্রতিষ্ঠার চিন্তা। যদিও তার আগে পূর্বের কলকাতার প্রাণকেন্দ্র বৈঠকখানা রোডে একটি ভাড়া বাড়িতে মেডিকেল কলেজ শুরু করেছিলেন। তারপর ভাড়া করা বৈঠকখানা রোডের সেই ভবনটি বউবাজারে স্থানান্তরিত হয়। যদিও তদানীন্তন সময়ে এটির সঙ্গে কোনও হাসপাতাল সংযুক্ত ছিল না। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! ১৮৯৮ সালে প্রায় ১২ বিঘা জমি কেনা হয় বেলগাছিয়ায়। তদানীন্তন সময়ে ১২০০০ টাকা ব্যয়ে সেখানে মূল ভবনটি নির্মাণ করা হয়। ১৯০২ সালে তৎকালীন গভর্নর লর্ড উডবার্ন  ৩০ শয্যা বিশিষ্ট একতলা হাসপাতাল ভবনটির উদ্ধোধন করেন। যদিও পরবর্তী সময়ে আরও দু’টি তলা নির্মাণ করা হয়েছিল, কিন্তু মূল ভবনটি আজও সেই একই আকৃতি ধরে রেখেছে। ১৯৫৮ সালের ১২ মে পশ্চিমবঙ্গ সরকার সেই প্রাইভেট কলেজটি অধিগ্রহণ করে এবং হাসপাতালটি ওয়েষ্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS ) দ্বারা অনুমোদিত হয় এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI ) দ্বারা স্বীকৃত হয়। ১৯১৬ সালে এটি ‘বেলগাছিয়া মেডিকেল কলেজ’ হয়ে ওঠে। ক্রমে ক্রমে কলেজটি অস্ত্রোপচার ভবন, অ্যনাটমি ব্লক পায়। ভারত স্বাধীন হওয়ার পরে ১৯৪৮ সালের ১২ মে কলেজটির নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাতা ডাঃ আরজি কর এর নামে করা হয়।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Supreme court on RG Kar incident : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সন্তুষ্ট নির্যাতিতার মা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment