Sasraya News

Friday, March 14, 2025

RG Kar Incident : ছাত্র-ছাত্রী ও বাচ্চাদের প্রতিবাদ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : আরজি কর কাণ্ডে (RG Kar Incident ) প্রভাব শিশুদের উপরও। আদালতের নির্দেশে নারকীয় ঘটনার তদন্তভার ইতিমধ্যে গ্রহণ করে সিবিআই। আভয়াকাণ্ডে বিচার চেয়ে ও দোষীদের শাস্তি চেয়ে পথে নামে বহু মানুষ। এবং সামাজিক সংগঠন। ১৪ আগষ্ট রাত দখল নিয়েছে নারীরা।

 

প্রদীপ জ্বালিয়ে ও প্ল্যাকার্ড হাতে শিশুরা।

 

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া নন্দীপাড়ায় আর জি কর কাণ্ডের প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের। আরজি করে অভয়ার মর্মান্তিক ধর্ষণ ও মৃত্যু ঘটনা সমগ্র রাজ্য ও দেশকে নাড়িয়ে দেয়। এই ঘটনায় শোকাহত কাঁঠালিয়ার নন্দীপাড়ার সমস্ত বাচ্চারা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাঁরা মিলে প্ল্যাকার্ড হাতে ও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : President Draupadi Murmu : আর জি কর কাণ্ডে সরব হলেন রাষ্ট্রপতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment