



কামি রিতা শেরপার ২৭ বার মাউন্ট এভারেস্ট জয় করলেন
সাশ্রয় নিউজ ★ কাঠমান্ডু : কামি রিতা শেরপার ২৭ বার মাউন্ট এভারেস্ট জয় করলেন। নেপালের ওই এভারেস্ট জয়ীর কৃতিত্বে আপ্লূত দেশবাসীরা। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৫১ বছর বয়সী পর্বতারোহী। বুধবার সকালে তিনি এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান। এভারেস্ট ছাড়াও কামি রিতা ১ বার কে২, ১ বার লেহাতেস, চো ওযু ও মানাস্লু আটবার আহোরন করেন। উল্লেখ্য যে, ১৯৯৪ সালের ১৩ মে তিনি প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন। কাম রিতা শুধু নেপাল নয় পৃথিবীর অন্যতম কিংবদন্তী পর্বতারোহী।
-সংগৃহীত ছবি
