



সাশ্রয় নিউজ ★ রাজকোট : ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) । চোট থেকে দলে ফিরেই দর্শনীয় সেঞ্চুরি করে দলকে রাঙিয়ে দিলেন জাড্ডু। রাজকোট তাঁর ঘরের মাঠ। আর সেই মাঠে তিনি ছন্দোবদ্ধ ক্রিকেট খেলবেন এটাই স্বাভাবিক। খেললেনও। এই মাঠেই ২০১৮ সালে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন। আর তাঁর টেস্ট কেরিয়ারে চতুর্থ শতরান এল রাজকোটের মাঠেই। জাডেজার কামব্যাক ম্যাচে এই সেঞ্চুরি দলের কাছে বেশ আশায় সঞ্চার করেছে। তিনি ১৯৮ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেছেন। এদিনই সেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মাও। চতুর্থ উইকেটে রোহিত ও জাডেজা ২০৪ রান উঠেছিল। মার্ক উডের বলে আউট হন রোহিত। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৩১। অন্যদিকে এটি দেশের মাটিতে জাডেজার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। বিদেশে একটিই টেস্ট সেঞ্চুরি করেছেন। সেটিও ২০২২ সালে বার্মিংহ্যামে, ইংল্যান্ডের বিরুদ্ধেই।
ছবি ঋণ : এএফপি
আরও পড়ুন : Madan Mitra : ‘উপরে ভগবান, আর নিচে মমতা-এই নিয়ে আছি’ : মদন মিত্র
