



দুবাইয়ে বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাট : ইডি সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দীর্ঘ তল্লাশীর ও জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে গ্রেফতার হন বাকিবুর রহমান। রেশন দূর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দু’টি গমকল, ৩ টি চাল কল বেশ কিছু হোটেলের মালিক বাকিবুর। এছাড়াও তার মালিকানাধীন বহুমূল্য গাড়ি ও পানশালার মালিক বাকিবুর। ইডি সূত্রে খবর, দুবাইয়ে রেশন দূর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের দু’টি ফ্ল্যাট আছে। যার মূল্য অন্তত ৮-১০ কোটি টাকা। কীভাবে হলেন এত টাকার মালিক? কেনই বা বিদেশে ফ্ল্যাট? কপালে ভাঁজ তদন্তকারী সংস্থার।
