Sasraya News

Monday, March 31, 2025

Ramdan : রোজার গুরুত্ব ও তাৎপর্য

Listen

শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া,পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম, সিয়াম বা রোজা বলে।ইসলামের বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ অর্থাৎ অবশ্য পালনীয়। একমাত্র শারীরিক অসুস্থতা থাকলে ব্যতিক্রম। লিখেছেন : অভিজিৎ দত্ত

 

 

বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ধর্ম। ইসলাম শব্দের একটি অর্থ হচ্ছে শান্তি। অপর অর্থ আত্মসমর্পণ। নিজের ইচ্ছাগুলো আল্লাহর কাছে সমর্পণ করার নামই হল আত্মসমর্পণ। ইসলাম ধর্মের অনুসারীরা মুসলমান নামে পরিচিত। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ আছে। এগুলোর মধ্যে তৃতীয় স্তম্ভ হল রোজা। আরবি মাসগুলোর নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা ফারসি শব্দ (অর্থ উপবাসে থাকা)। কোরানে বা হাদিসে এটিকে সিয়াম বলে। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা।

 

ছবি : প্রতীকী। সংগৃহীত ছবি।

 

শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া,পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম, সিয়াম বা রোজা বলে। ইসলামের বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ অর্থাৎ অবশ্য পালনীয়। একমাত্র শারীরিক অসুস্থতা থাকলে ব্যতিক্রম। ইসলাম ধর্মে ফরজ বলতে বোঝায়, আল্লাহ তার অনুসারীদের উপর যেসব কাজ আবশ্যক করেছেন। যে সকল মুসলমান এই আব্যশিক কাজগুলো পালন করবেন তারা মুক্তি ও সওয়ার অর্জন করবেন। রোজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইফতার। ইফতার হল রমজান মাসে মুসলিমদের দ্বারা পালিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আচার। এটি সূর্যাস্তের পরে রোজা ভাঙার জন্য একটি খাবার। রমজান মাস প্রত্যেকটি মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। কেননা রোজার মাধ্যমে যে আত্মসংযম (শারারীক, মানসিক ও আত্মিক) আমরা লাভ করি তা একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। রোজা রাখার অনেক উপকার আছে। বিজ্ঞানীরা বলছেন রোজা রাখা শরীরের পক্ষে উপকারী। রোজা বা উপবাসের মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষগুলো নষ্ট হয়।অন্যদিকে, রমজান মাসে রোজার সময় অনেকেই জাকাত দেন। ইফতার দেন। এর মাধ্যমে মুসলিমদের যে একাত্মবোধ ও সৌভ্রাতৃত্ববোধ জেগে উঠে তা বিশেষভাবে পরিলক্ষিত হয়।রোজা রাখার উদ্দেশ্যেই হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা, পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা-বাসনা নিয়ন্ত্রণের মাধ্যমে পরহেজগারি বা তাকওয়া বৃদ্ধি করা। যে কোনও ভাল কাজের মাধ্যমেই ঈশ্বর বা আল্লাহর কৃপা পাওয়া যায় বা জন্নত লাভ করা যায় আর খারাপ কাজ মানেই জাহান্নামে যাওয়া।জীবনে চলার পথে ইন্দ্রিয় প্রবৃত্তিগুলো দমন করতে পারা বা ইন্দ্রিয় সংযম করা খুবই দরকার। ইসলাম ধর্মের রমজান মাস বা রোজা আমাদের সেই শিক্ষায় দেয়।

ছবি : প্রতীকী ছবি। সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue 56 | 16 March 2025 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৫৬ | ১৬ মার্চ ২০২৫

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment