



সাশ্রয় নিউজ : তন্ময় দত্ত : মুর্শিদাবাদ: গোবিন্দপুর দিঘি ডাঙ্গা এলাকায় রামকৃষ্ণ মিশন কর্তৃক আয়োজিত একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে আদিবাসী সমাজের মানুষের জন্য “এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক দাঁতব্য চিকিৎসা” প্রদান করা হয়েছে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল, আদিবাসী জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করেন, যার মধ্যে ছিল সাধারণ স্বাস্থ্য সমস্যার পাশাপাশি দাঁতব্য চিকিৎসা। বিশেষ করে, দাঁতের বিভিন্ন সমস্যা যেমন দাঁতের ব্যথা, দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা ইত্যাদির চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে শরীরের ভেতরের রোগের প্রতিকার ও সঠিক স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করা হয়। এলোপ্যাথি চিকিৎসা বিশেষজ্ঞরা অন্যান্য সাধারণ শারীরিক সমস্যার জন্যও চিকিৎসা প্রদান করেন, যাতে প্রত্যেক মানুষ সহজে সেবা পেতে পারেন।
এই ক্যাম্পের মাধ্যমে রামকৃষ্ণ মিশন এলাকার আদিবাসী সমাজের মধ্যে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও গুণগত মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি, তাদের সুবিধার্থে উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। এলাকার মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করা হচ্ছে, এবং ভবিষ্যতে আরো এমন সেবামূলক ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার সুবিধা পৌঁছানোর একটি মহৎ প্রচেষ্টা হিসেবে পরিচিতি লাভ করেছে।বিশেষভাবে উল্লেখ্য যে, বিভিন্ন এলাকায় রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয়ের সুবিধা দিয়ে থাকে।
