



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধে নাকাল যাত্রী পরিষেবা। সকাল থেকেই নিত্যযাত্রীদের বড় অংশ রেল অবরোধে অংশ নেয়। এর ফলে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে ট্রেন যোগাযোগ ব্যাহত হয়। দীর্ঘক্ষণ অবরোধের পরে রেল ও বিক্ষোভকারীদের ভেতর আলোচনার পরে অবরোধ প্রত্যাহার (Railway Strike withdraw) ডায়মন্ড হারবার স্টেশনে।
কী হয়েছিল? নিত্যযাত্রীদ্রর বক্তব্য, ডায়মন্ড হারবার-শিয়ালদহ রুটে দেরিতে ট্রেন চলে। এর ফলে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয়। একটি বড় অংশের যাত্রী এই স্টেশন থেকে কলকাতায় কর্মক্ষেত্র। যথা সময়ে ট্রেন না যাতায়াত নিত্য করায় সমস্যায় পড়তে হয়। বিক্ষুব্ধ একাংশের নিত্যযাত্রী রেল অবরোধ করেন ডায়মন্ড হারবার স্টেশনে। তাঁদের কথায়, রেল কর্তৃপক্ষকে জানালে তাঁরা জানান, লাইন ক্লিয়ার না থাকার ফলেই এই সমস্যা।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে যাত্রী বিক্ষোভের ফলে সরগরম হয়ে ডায়মন্ড হারবার স্টেশন। ঘটনাস্থলে পোঁছয় রেলের পদস্থ অফিসার সহ জিআরপি ও ডায়মন্ড হারবার থানার পুলিশ। অবরোধকারীরা দাবী জানাতে থাকেন, রেলের তরফে লিখিত আশ্বাস না পেলে তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র-এর কথায়, ‘‘আপনাদের জন্য অনেক মানুষ বিপদে পড়ছেন। যদি কোনও অভিযোগ থাকে তবে তা নির্দিষ্ট ফোরামে জানান। রেলওয়ে কখনই চায় না দেরিতে ট্রেন চালাতে। রেলওয়ের ট্র্যাক পরিষ্কার থাকলে পরিষেবা স্বাভাবিক গতিতেই চলতে পারে। কিন্তু যত ক্ষণ পর্যন্ত না রেলগেটগুলি সঠিক সময়ে বন্ধ করতে পারছি, তত ক্ষণ ট্রেন আটকে পড়ছে। যার ফলে অন্যান্য ট্রেনও দাঁড়িয়ে পড়ে।’’
প্রসঙ্গত, সকাল ১০ টা নাগাদ দু’পক্ষের আলোচনার ভিত্তিতে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। কিন্তু ডায়মন্ড হারবার থেকে রেল চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি বলেই সূত্রের খবর। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী একাধিক বাতিল্ব হয় বলে উল্লেখ। একই সঙ্গে ডায়মন্ড হারবারগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সপ্তাহের কাজের দিনে রেল অবরোধে নাকাল যাত্রীরা।
ছবি : সংগৃহীত
আরও খবর : Nitin Gadkari-Nirmala Sitharaman : অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি নিতিন গড়করির
