Sasraya News

Sunday, March 16, 2025

Purba Burdwan : বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Listen

সাশ্রয়ী নিউজ ★ পূর্ব বর্ধমান : আজ কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালনা বিধানসভার বিধায়ক শ্রীদেব প্রসাদ বাগ।

 

 

অনুষ্ঠানের সূচনা হয় গনেশ বন্দনা দিয়ে। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভক্ষণ সূচিত হয়। এদিন ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ, গান ,কবিতা, আবৃত্তি, বক্তব্য ইত্যাদি। এ বছরের বিশেষ আকর্ষণ ছিল নাটক। শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের মিলন উৎসব যেন এই নাটকের মধ্যে দিয়ে ধরা পড়েছিল। মঞ্চস্থ হয় নাটক, ‘নাথবতী অনাথ বর’।

 

 

সবশেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্ব পালন করেছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী এবং সহকারী শিক্ষিকা শ্রীমতী সোনালি মুখার্জি। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষিকা অমৃতা ব্যানার্জি, শিক্ষিকা ,অর্পিতা মণ্ডল, শিক্ষিকা দেবিকা মহান্ত, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ এবং ছাত্রীদের সঙ্গে আত্মিকভাবে জড়িত ছিলেন। সমস্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সুসম্পন্ন হয়েছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment