



ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক
সাশ্রয় নিউজ : ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ৪২ বছর বয়সী ঋষি ১৯১ জন সাংসদের সমর্থন পেয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। কনজারভেটিভ পার্টির সভ্য ঋষি, বিগত সরকারের আমলে দেশের অর্থমন্ত্রীর পদ সামলেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রস মাত্র সামান্য সময়ের জন্য দেশটির প্রধানমন্ত্রীত্ব সামলান। কিন্তু ধারাবাহিকভাবে ব্রিটেন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে বলে আওয়াজ তোলে কনজারভেটিভ পার্টির একাংশ সহ বিরোধীরা। চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী লিজ ট্রস ইস্তফা দেন। ঠিক তার পরেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে সোরগোল পড়ে যায়। ঋষি সুনক প্রথম থেকেই লাইম লাইটে ছিলেন বলে সংবাদমাধ্যমের খবর। রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে দিয়ে যাওয়া ব্রিটেনকে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুদান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশকে কতটা চাঙ্গা করতে পারেন সেইদিকেই লক্ষ্য থাকবে তামাম বিশ্বের রাজনৈতিক সমালোচকদের।
উল্লেখ যে, বিগত সাত মাসের মধ্যে ঋষি সুনক তৃতীয় ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন চলতি মাসের ২৮ অক্টোবর। ঋষি সংবাদ মাধ্যমকে জানান, “দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই। আমাদের দলকে সংঘবদ্ধ করা লক্ষ্য আছে।”
