



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : হাইকোর্টের রক্ষাকবচ পেলেন প্রণত টুডু (Pranat Tudu)। কী হয়েছিল? ষষ্ঠ দফায় ভোট হয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে। সূত্রের খবর, ভোটের দিন গড়বেতার মংলাপাতা দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হন বিজেপি প্রণত টুডু ও তাঁর নিরাপত্তারক্ষীরাও। ভাঙচুর হয় তাঁর গাড়িও। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর ওপরই জামিন অযোগ্য ধারায় মামলা হয়। তাঁর বিরুদ্ধে মানিক পাঠান নামে একজন থানায় অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই জামিন অযোগ্য ধারায় মামলা বলে উল্লেখ। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতির নির্দেশ, পুলিশ ২১ জুন পর্যন্ত প্রণত টুডুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না বলে উল্লেখ। ১৮ জুন মামলাটির পরবর্তী শুনানি।
ছবি : সংগৃহীত
আরও খবর : Rajiv Kumar : রাজীব কুমারের সাংবাদিক বৈঠক, বাংলার ভোট নিয়ে খুশি মুখ্য নির্বাচন কমিশনার
