



শুধু বাংলা নয়, ভারতীয় সাম্প্রতিক কবিতার অন্যতম প্রধান কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায়। কবিতা ও সাহিত্য নিয়েই কবির সুন্দর যাপন। বাংলা তথা ভারতীয় সাহিত্যকে অক্লান্তভাবে কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায়-এর সৃষ্টি সমৃদ্ধ করে চলেছে। অজস্র পুস্তকের প্রণেতা এই কবি দীর্ঘ বৎসর ধরে সম্পাদনা করেন চান্দ্রমাস নামে একটি বহুল জনপ্রিয় পত্রিকা। কবিসম্মেলন (বর্তমানে ‘নতুন কবিসম্মেলন’) পত্রিকার অন্যতম সম্পাদক। তিনি কবিতাকে নতুন নতুন রূপে আবিষ্কার করে নিরন্তর প্রাণ দান করে চলেছেন। সাশ্রয় নিউজ-এর ডাকে সাড়া দিয়ে লিখলেন তরতাজা একগুচ্ছ কবিতা।
গৌরশংকর বন্দ্যোপাধ্যায়
একা যাবো না
সবার সঙ্গে হাঁটতে হাঁটতেই
আমি রাস্তা পেরোতে চাই
একা আমি
কোনো দিকে যাবো না
সবার সঙ্গে পা মিলিয়ে চলতে থাকলে
এক নতুন উদ্যম তৈরী হয়
এক নিশ্চিত গন্তব্য হয়ে ওঠে সুরাহার দিক
যাবতীয় কথা সবই তো মিছিলে
তবে আর ভয় পাওয়ার কোনো বারণ নেই
একটু বাদেই থামতে হবে
তখন এই ভিড়েও একটু
পা রাখার জায়গা চাই
সুখ
শেষ অবধি একটা হেস্ত-নেস্ত
হয়েই গেল
তোমার সঙ্গে
আর আমার থাকা হবে না
মানুষ ভাবে
একা থাকলেই তার মতো
সুখী আর কেউ নয়
সান্নাটা
সান্নাটা এখন আমার দরকার
তা না হলে
কবিতাটা আমার লেখা হবে না
প্রতিটা মুহূর্তই এখন জরুরি
ঘড়ির দিকে চোখ রাখতে রাখতে
সময় পালিয়ে যাচ্ছে
এরপর
প্রকৃত কবিতাটা আর লেখা হবে না
প্রার্থনা
বাচ্চারা সবাই এখন
প্রার্থনা সংগীত গাইছে
দিনের আলোর সঙ্গে সঙ্গে
সুরের একটা ধুন খেলছে হাওয়ায়
একটা পবিত্রতা আর ঈশ্বরের
আনন্দ নিয়ে সবাই এখন ক্লাসরুমে যাবে
পাতা ঝরে
যেখানে বেড়াতে যাবো
সেখানে একটা ধোপ দূরন্ত নদী থাকলে
কেমন হয়
যখন এমন একটা ভাবনায় আছি
তখন বাড়ির কাছাকাছি একটা সড়কের ধারে
একটা বউ কথা কও ডাকছিল
খোলা হাওয়ার টানে শুধু পাতা ঝরে যায়
কেমন যেন দুর্ভাবনা কেমন এক ভাঙা
যার ভিতরে সব কিছুই অগোছাল
তোমার অপেক্ষায় এখন বাইরে কেউ আছে
কবিতা লেখা
তুমি যা কিছু এতদিন লিখলে
তার শুরু থেকে শেষ অবধি একবার
ভাবো তো
তোমার এত কবিতার থেকে
একদিন কেউ যদি তোমাকে কাছে পেয়ে
তোমার কবিতা মুখস্থ বলে যায়
তখন আর কী
মানুষ সারাজীবনে এমন কবিতা কী
লিখে যেতে পারে
অলঙ্করণ : প্রীতি দেব
[বিজ্ঞপ্তি 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল: sasrayanews@gmail.com ]
