



ভারত ইজরায়েলের পাশে আছে, বার্তা নামোর
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : ইজরায়েলে প্যালেস্তাইনের ‘হামাস’ বাহিনীর হামলায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যাণ্ডলে একটি পোস্টে নমো লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলায় আমরা গভীরভানে মর্মাহত। আমি নিরীহ সেইসব মানুষদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা, প্রার্থনা জানাচ্ছি যাঁরা এই হামলার শিকার হয়েছেন। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্ম হচ্ছি।’ উল্লেখ্য গাজা উপত্যকায় প্যালেস্তাইনের জঙ্গী বহিনী রকেট হামলা চালায়। ঘটনায় প্রাণ হারান বহু নিরীহ মানুষ। ভারত ইজরায়েলের ভারতীয় দূতাবাসে থাকা সকল ভারতীয়দের সতর্ক থাকার জন্য বার্তা পাঠায়।
-ফাইল চিত্র
