



জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সাশ্রয় নিউজ ★ হিরোশিমা : জাপান সফরে প্রধানমন্ত্রী। আজ শুক্রবার বিকেল নাগাদ জাপানে অবতারণ করে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। আজ সকালবেলা তিনি জাপানের উদ্দেশ্যে পাড়ি দেন বিশেষ বিমানে। জাপানে অনুষ্ঠিত হচ্ছে G-7 সম্মেলন। সেই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-এর আমন্ত্রণে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে হিরোশিমার শেরাটন হোটেলের বাইরে জাতীয় পাতাকা হাতে সমবেত হন ভারতীয় প্রবাসীরা। বিশেষভাবে উল্লেখ্য যে, ভারত G-7 অন্তর্ভুক্ত দেশ নয়। জাপান, আমেরিকা, ইটালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন G-7 -এ অন্তর্ভুক্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামিল হতে বিশেষভাবে আমন্ত্রণ জানান, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কুশিদা।
