



সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : প্যারট ফিভার (Parrot Fever) নিয়ে সতর্কবার্তা শোনাল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপের বেশ কিছু জায়গায় ক’য়েকজন আক্রান্ত হয়েছেন প্যারট ফিভার বা সিটাকোসিসে। উল্লেখ্য যে, ২০২৩-এ প্যারট ফিভারে আক্রান্ত পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসে। জানা যায়, পাখিদের থেকেই ছড়ায় অসুখটি। হাঁস, মুরগী, টিয়া সহ একধিক পাখির মল, শ্বাস-প্রশ্বাস থেকে এই রোগ ছড়াতে পারে বলে উল্লেখ। ক্ল্যামিডিয়া গোত্রের পাখিদের থেকে এই জীবাণু ছড়ানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের এ-ও খবর, সংক্রমিত পশু খাওয়ার ফলে রোগটি ছড়ায় না। কিন্তু আক্রান্ত পাখির ঠোঁট দ্বারা মানুষের মুখে কামড়, এককথায় সরাসরি সংযোগ স্থাপন হলেই প্যারট ফিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলে হু-সূত্রে খবর। ছবি : প্রতীকী
আরও খবর : Arjun Singh : লোকসভায় টিকিট না পেয়ে ক্ষুদ্ধ অর্জুন, ফের দল বদল করবেন!
