



ম্যাচে এগিয়ে যাওয়ার সাথী পেলেন না মাহমুদুল্লাহ
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত বাংলাদেশ দল। বিশ্রী হারের জায়গা থেকে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের মাহমুদুল্লা। সেঞ্চুরি করলেন। তাঁর আককের ম্যাচে মোট রান ১১১ বলে ১১১। তবু দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারতে হল লিটনদের। ইতিমধ্যেই ক্রিকেট সমালোচকরা বলতে শুরু করেন, ওয়াংখেড়ের এই ব্যাটার উপযুক্তু পিচে যথেষ্ট ভালো খেলতে পারত বাংলাদেশ। হয়ত তাঁরা দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় দেখে মনোবল হারিয়ে ফেলেছিলেন। কিন্তু মাহমুদুল্লার লড়াই প্রোটিয়াদের আরও সহজ জয়কে কিছুটা তো কঠিন করে দিল মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে! এটা সত্যিই বিস্ময়, বাংলাদেশ দলে এত উন্নত ব্যাটার থাকতেও মাহমুদুল্লাকে সাথ দেওয়ার মতো ব্যাটার নেই! ১৪৯ রানের লজ্জার হার প্রোটিয়াদের কাছে সাকিবদের, তার থেকেও বড় কথা দলটিতে ভরসা জোগানোর মতো কোনও প্লেয়ার দেখা গেল না মাহমুদুল্লা ব্যতীত! আজকে প্রোটিয়াদের ব্যাটে বলে লড়াইটা ক্রিকেট প্রেমীদের আনন্দ দিল অবশ্যই। ক্যুইনটন ডি’ককের ১৭৪ রানের ইনিংস। প্রোটিয়াদের ৩৮২ রানের দিকে এগিয়ে যেতে একটি বড় স্তম্ভ হল বৈকী! এরপর ক্লাসেনের ৪৯ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস, মার্করামের রক্ষণশীল ক্রিকেট ওয়াংখেড়ের দর্শকদের মনোরঞ্জন করল অবশ্যই। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৮২ রানের একটি বড় ইনিংস দাঁড় করাল বাংলাদেশের সামনে। কিন্তু খেলার শুরু থেকেই বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেটাররা। সাকিব ব্যাটে কিছুই করতে না পারলেও বল হাতে একটি উইকেট নেন। হাসান মাহমুদ ২ উইকেট, এম হাসান ও সরিফুল ইসলাম একটি করে উইকেট পেয়েছেন। আগেই তিন ম্যাচে হেরে হারের হ্যাট্রিক করেন লিটন, সাকিবরা। আজকে প্রোটিয়াদের কাছে হেরে হারের হ্যাট্রিককেও তাঁরা ছাপিয়ে গেলেন।
