



এন.আর. এস মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে রক্তাক্ত যুবক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এন.আর. এস মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে রক্তাক্ত যুবক। বারাসাতের বাসিন্দা ওই যুবক বলে পুলিশ সূত্রে খবর। যুবকের নাম শেখ নওশাদ আলি। পুলিশ সূত্রে আরও খবর, হাসপাতালে প্রবেশ করানোর সময় মৃত্যু হয় নওশাদের। পুলিশকে জবানবন্দিতে ওই ব্যক্তি জানান, নেশার সঙ্গী না হওয়ায় তাঁর ওপর ছুরি চালানো হয়। মুচিপাড়া থানার পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে উল্লেখ।
