



সাশ্রয় নিউজ ডেস্ক ★ প্যারিস : নীতা আম্বানি (Nita Ambani) নির্বাচিত হলেন আইওসি (IOC) সদস্য। এর আগেও নীতা। বুধবার IOC বিবৃতি দিয়ে জানায় যে, প্যারিসে অনুষ্ঠিত আইওসি-এর ১৪২ তম বৈঠকে একশো শতাংশ সর্বসম্মতিক্রমে ভোটে নীতা আম্বানি পুনরায় সদস্য নির্বাচিত হন (Nita Ambani Re-Elected Unanimously as IOC Member)।

বিশেষভাবে উল্লেখ্য যে, নীতা রিও জেনিইরো অলিম্পিক গেমসে প্রথম সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি IOC -এর সদস্য। আরও উল্লেখ্য, নীতা আম্বানির উদ্যোগেই গত ২০২৩ সালের অক্টোবরে দীর্ঘ চল্লিশ বছর পরে মুম্বাইয়ে বসেছিল আইওসির বৈঠক। এমনকী, ক্রীড়া সমালোচকদের মতে, ২০২৮ সালে ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার কথা। তার নেপথ্যচারিনী নীতা আম্বানিই।
আইওসি (IOC) সদস্য হিসেবে পুনঃ নির্বাচিত হয়ে নীতা আম্বানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এবিষয়ে নীতা সংবাদ মাধ্যমে জানান, ‘আমি খুবই গর্বিত যে, সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত হয়েছি। আমার প্রতি আস্থা রাখার জন্য প্রেসিডেন্ট ব্যাচ ও অন্যান্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।’
আরও পড়ুন : Jasprit Bumrah : ‘আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বিরাট একটা জায়গা রয়েছে’ : বুমরা
ছবি : সংগৃহীত
